যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
স্কুল শিক্ষকতার ইচ্ছে থাকলে প্রয়োজন বিএড ডিগ্রির। সেই কোর্সের জন্যই ভর্তি প্রক্রিয়া শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। বিএড কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ‘ফ্রেশার’ এবং ‘ডেপুটেড’— দু’রকমের পড়ুয়াই। কোর্সে এনসিটিই নির্ধারিত নিয়ম মেনে মোট ১০০ আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। যাতে সংরক্ষিতদের জন্য বরাদ্দ থাকবে কিছু আসন।
আবেদনকারী (ফ্রেশার)-দের স্নাতক (অনার্স) বা স্নাতকোত্তর পাশ করতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্যও রয়েছে একই নিয়ম। তাঁদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ‘ডেপুটেড’-দের ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে। পাশাপাশি, স্কুলে তাঁদের পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নানা বিষয় পড়াতে হবে। তবে তাঁদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
‘ফ্রেশার’-দের ক্ষেত্রে পড়ুয়াদের ভর্তির যোগ্যতা যাচাই করা হবে দশম থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অন্য দিকে, ‘ডেপুটেড’দের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে তাঁরা কত বছর সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকতা করেছেন তার ভিত্তিতে।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।