প্রতীকী চিত্র।
চলতি বছরের সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)-এ আবেদনের মেয়াদ বাড়াল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (ডব্লিউবিএসএসসি)। বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথাই জানানো হয়েছে কমিশনের তরফে।
এ বছর ২৭ তম সেট পরীক্ষার আয়োজন করছে ডব্লিউবিএসএসসি। পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর। এ জন্য আবেদন গ্রহণ করা হচ্ছিল গত ১ অগস্ট থেকে। শেষ দিন ছিল ৩১ অগস্ট। সেই আবেদনের সময়সীমাই বাড়িয়ে ১০ সেপ্টেম্বর করা হয়েছে। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করার জন্য সময় দেওয়া হয়েছিল ৯ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে। যা পরিবর্তন করে ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর করা হয়েছে।
১৪ ডিসেম্বর দু’টি পর্বে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথম পর্বের পরীক্ষা চলবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে বেলা ১২টা থেকে বেলা ২টো পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে দু’টি পত্রে। দু’টিতেই অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের। প্রথম পত্রে ১০০ ও দ্বিতীয় পত্রে ২০০ নম্বর থাকবে। এ বছর মোট ৩৩টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, সেট-এ উত্তীর্ণেরা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে আবেদনের সুযোগ পাবেন। গত বছর এই পরীক্ষা দিয়েছিলেন মোট ৫৮,৮৬৭ জন। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দু’টি ভাগে এই পরীক্ষা হয়েছিল। মোট ৮৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় জালিয়াতি রুখতে প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন।