BEL Recruitment 2025

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ ১৬ জন কর্মীর খোঁজ, সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা

প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করবে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। দেশের পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থায় অস্থায়ী ভাবে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য চাকরিপ্রার্থীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ১৬। সংস্থার কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের কর্মস্থল হবে অসমে। সংস্থায় তাঁরা প্রথমে তিন বছর কাজের সুযোগ পাবেন। পরে এই মেয়াদ শর্তসাপেক্ষে আরও এক বছর বাড়ানো হতে পারে।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে নিযুক্তদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষে পারিশ্রমিক হবে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৫৫,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement

প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে আবেদনকারীদের ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল/ কম্পিউটার সায়েন্সে চার বছরের বিই/ বিটেক/ বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগামী ১৭ সেপ্টেম্বর গুয়াহাটিতে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৪৭২ টাকা। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement