ছবি: সংগৃহীত।
পরীক্ষায় বসতে হলে পড়ুয়াদের উপস্থিতির হার ৭৫ শতাংশ হতেই হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
সিবিএসসই জানিয়েছে, দশম ও দ্বাদশ— দুই শ্রেণির বোর্ড পরীক্ষাতেই এ বার থেকে পড়ুয়াদের উপস্থিতির হার খতিয়ে দেখা হবে। আর সেখানে বোর্ড নির্ধারিত উপস্থিতির হার বজায় না থাকলে পরীক্ষায় বসা যাবে না। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে।
পাশাপাশি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ইচ্ছে মতো ছুটি নিতে পারবে না পড়ুয়ারা। ছুটি নিতে হলে লিখিত ভাবে আবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে স্কুল সিদ্ধান্ত নেবে।
৪ অগস্ট সিবিএসই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, গত ৯ অক্টোবর ২০২৪ যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তার ভিত্তিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লিখিত বিধি ১৩ এবং ১৪ সঙ্গে সঙ্গতিপূর্ণ নতুন নিয়মটি। নির্দেশিকার বাস্তবায়ন যাতে হয়, তার জন্য বোর্ডের তরফ থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রকাশ করা হয়েছে। তাতে পরিষ্কার উল্লেখ করা আছে এই চলতি শিক্ষাবর্ষ থেকে যেন এই প্রক্রিয়া চালু করা হয়।
শুধু তাই নয়, স্কুলগুলিকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়ার উপস্থিতির হার কত, তা যেন নিয়মিত অভিভাবকদের ও শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া হয়। কোনও পড়ুয়ার উপস্থিতির হার যদি অনেক কম থাকে, তা হলে তার কারণ দর্শাতে হবে অভিভাবককে।
বোর্ডের দাবি, উপস্থিতি নিয়ে এই কড়াকড়ি থাকলে ‘ডামি’ শিক্ষার্থীদের দ্রুত চিহ্নিত করা যাবে। এই সমস্ত পড়ুয়াদের পরীক্ষায় বসা থেকেও আটকানো যাবে।
এই নির্দেশ ঠিক মতো পালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বোর্ডের তরফ থেকে একটি প্রতিনিধি দল দেশের বিভিন্ন স্কুলে আকস্মিক পরিদর্শনও করবে। তাই স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন পড়ুয়াদের উপস্থিতির নথি সংরক্ষণ করে।