CBSE Class 12th Result 2025

প্রকাশিত সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল, রূপান্তরকামীদের ১০০ শতাংশ উত্তীর্ণ

এ বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। ২০২৪-এ ছিল ৮৭.৯৮ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে ০.৪১ শতাংশ ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১২:০২
Share:

প্রকাশিত সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফল। প্রতীকী ছবি।

চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। এ বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। ২০২৪-এ ছিল ৮৭.৯৮ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে ০.৪১ শতাংশ । এর মধ্যে মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। অর্থাৎ, এ বার পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এ বার রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ ।

Advertisement

এ বছর মোট ১৭,০৪,৩৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন। এর পর মোট ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। পাশের হার ৯৯.৬০ শতাংশ।

টুইট হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। ছবি: সংগৃহীত।

পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন। এ ছাড়াও ফল দেখা যাবে ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে।

Advertisement

পরীক্ষার্থীদের প্রথমে সিবিএসই-র ওয়েবসাইট cbseresults.nic.in বা results.cbse.nic.in-এ যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে রেজ়াল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে নিজেদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখে ক্লিক করলে রেজ়াল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে তাঁদের। প্রসঙ্গত, এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। যা শেষ হয় ৪ এপ্রিল। মোট ১৯,২৯৯ টি স্কুল পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭,৩৩০ টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement