সিবিএসই-র তরফে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ছবি: এআই।
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) মোট ১৪টি বিষয়ে শিক্ষাদানের কৌশল শেখাবে। এর আগে কৃত্রিম মেধা এবং সমতুল বিষয়ে পঠনপাঠনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল বোর্ড।
কোন কোন বিষয়ে পাঠদানের প্রশিক্ষণ চলবে?
হিন্দি, ইংরেজি, সংস্কৃত, অঙ্কনশিল্প (পেন্টিং, অরিগ্যামি, ক্যালিগ্রাফি), সমাজবিজ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, গণিত, ভ্যালু এডুকেশন থ্রু স্পোর্টস এবং স্টেম এডুকেশন ইন টিচিং অ্যান্ড লার্নিং বিষয়ে পাঠদানের কৌশল শেখানো হবে।
সিবিএসই অধীনস্থ সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামস্-এর অধীনে উল্লিখিত বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, অরিগ্যামি, ক্যালিগ্রাফি, ক্রিয়েটিভ পেন্টিং-এর মতো বিষয়গুলির ক্ষেত্রে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়াও সমাজবিজ্ঞান, অর্থনীতি-র মতো বিষয়ের ক্ষেত্রে কেস স্টাডি নিয়ে আলোচনা চলবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি এবং চাহিদার কথা মাথায় রেখে শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা। জাতীয় শিক্ষানীতি ২০২৫ অনুযায়ী এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণের নীতি নির্ধারিত হয়েছে।--