CBSE AI curriculum

স্কুলস্তরে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করতে চলেছে সিবিএস‌ই

সরকারের পরিকল্পনা অনুযায়ী এই কমিটি এ আই এবং সিটি বিষয় পাঠ্যক্রম তৈরি করবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণি থেকে সরকার এই বিষয়ে পাঠ্যক্রম চালু করার ভাবনা-চিন্তা শুরু করেছে সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) স্কুল স্তরের পাঠ্যক্রমে যুক্ত করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং (এআই এবং সিটি)। এর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে বোর্ডের তরফে। যে কমিটির সভাপতিত্ব করছেন আইআইটি মাদ্রাজের ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধ্যাপক কার্তিক রমন।

Advertisement

সরকারের পরিকল্পনা অনুযায়ী এই কমিটি এ আই এবং সিটি বিষয় পাঠ্যক্রম তৈরি করবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণি থেকে সরকার এই বিষয়ে পাঠ্যক্রম চালু করার ভাবনা-চিন্তা শুরু করেছে সরকার। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হয় এই বিষয় নিয়ে একটি বৈঠক। যেখানে সিবিএসই, এনসিইআরটি, কেভিএস, এনভিএস-সহ বিভিন্ন বোর্ডের বিশেষজ্ঞেরা অংশগ্রহণ করেন। পিটিআইকে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement