CBI Law Internship 2025

ইন্টার্নদের প্রশিক্ষণ দেবে সিবিআই, আবশ্যক আইনে ডিগ্রি

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে, আলাদা করে কোনও ভাতা এর জন্য দেওয়া হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৫:৩২
Share:

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অধীনে ইন্টার্নশিপ করার সুযোগ। আইনে ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরা এই গোয়েন্দা সংস্থার অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন। মোট শূন্যপদ ৩০।

Advertisement

গোয়েন্দা সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তদন্তের স্বার্থে আইন সংক্রান্ত বিষয় নিয়ে কী ভাবে সংস্থার কর্মীরা কাজ করেন, সেই সমস্ত বিষয় ইন্টার্নদের শেখানো হবে। পরবর্তীকালে যাঁরা এই বিভাগে কাজ করতে আগ্রহী, তাঁরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে এই ইন্টার্নশিপটি করতে পারেন।

তবে, এই ইন্টার্নশিপটি চলাকালীন কোনও ভাতা অংশগ্রহণকারীরা পাবেন না। তাঁদের কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণ চলবে। ইন্টার্নশিপ সম্পূর্ণ হলে শংসাপত্র দেওয়া হবে। তিন থেকে ছ’মাসের মধ্যে ইন্টার্নশিপ সম্পূর্ণ হবে।

Advertisement

আগ্রহীরা সিবিআই-এর ওয়েবসাইট থেকে সরাসরি আবেদনের সুযোগ পাবেন। এর জন্য তাঁদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ৩০ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement