কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড লিটারেরি জিয়োগ্রাফিতে কর্মখালি। ওই কেন্দ্রের তরফে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থপুষ্ট প্রকল্পে গবেষণা করা হচ্ছে। ওই প্রকল্পে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার লোধা জনজাতি জীবনযাপন, ভাষা এবং নীতি নিয়ে গবেষণার কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।
রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে নিযুক্তদের কাজ করতে হবে। সোশ্যাল সায়েন্সেস কিংবা কলা শাখার যে কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। একই সঙ্গে বাংলা এবং ওড়িয়া ভাষায় সাবলীল হওয়া আবশ্যক।
ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে সোশ্যাল সায়েন্সেস কিংবা কলা শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে।
গবেষণার কাজ দু’বছর পর্যন্ত চলবে। কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট ৪৭ হাজার টাকা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ৩৭ হাজার টাকা এবং ফিল্ড ইনভেস্টিগেটরদের ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২২ মে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।