CLAT 2026 Exam Date

স্নাতক ও স্নাতকোত্তরে আইনের প্রবেশিকা কবে? ঘোষণা করা হল ক্ল্যাটের দিনক্ষণ

পরীক্ষা নেওয়া হবে অফলাইনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৮:১৫
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরের কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট)-এর দিন ঘোষণা করল দ্য কনসরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (সিএনএলইউ)। আগামী ৭ ডিসেম্বর, রবিবার, দেশজুড়ে পরীক্ষার আয়োজন করবে সিএনএলইউ।

Advertisement

৭ ডিসেম্বর ক্ল্যাট-এর পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে অফলাইনে, খাতাকলমে। ক্ল্যাট পরীক্ষায় উত্তীর্ণরা দেশের ২৪টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং অন্য স্বীকৃত কলেজগুলিতে স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাবেন। পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ অগস্ট থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ক্ল্যাট-এর ইউজি (আন্ডারগ্রাজুয়েশন) পরীক্ষার জন্য আবেদনকারীদের দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে প্রয়োজন ৪০ শতাংশ নম্বর। অন্য দিকে, ক্ল্যাট-এর স্নাতকোত্তর (পিজি) পরীক্ষার জন্য আবেদনকারীদের এলএলবি-তে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ক্ষেত্রেও সংরক্ষিতদের জন্য পাঁচ শতাংশ নম্বরের ছাড় থাকবে।

Advertisement

কী ভাবে আবেদন জানাবেন?

১) পরীক্ষার্থীদের এর জন্য consortiumofnlus.ac.in-এ যেতে হবে।

২) সেখানে ‘রেজিস্টার’ লেখায় ক্লিক করে নিজেদের নাম, ফোন নম্বর এবং ই-মেল আইডি দিতে হবে।

৩) এর পর ই-মেল আইডিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে লগ ইন করতে হবে।

৪) লগ ইন-এর পর সমস্ত তথ্য পূরণ করতে হবে। পাশাপাশি, তিনটি পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে হবে।

৫) এ বার প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে পরীক্ষার্থীদের।

৬) নথি আপলোড করার পর নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

৭) সব শেষে, আবেদনপত্রটি আরও একবার দেখে নিয়ে তা জমা করে দিতে হবে। এর পর সেটির একটি প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে হবে।

এ ক্ষেত্রে উল্লেখ্য, অসংরক্ষিত এবং সংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৪০০০ এবং ৩৫০০ টাকা।

প্রসঙ্গত, গত বছর ক্ল্যাটের স্নাতকের পরীক্ষা নিয়ে বিতর্ক দানা বাঁধে। পরীক্ষার কিছু প্রশ্ন ঘিরে তৈরি হয় জটিলতা। ফল প্রকাশও হয় দেরিতে। যার ফলে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে সিএনএলইউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement