যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতকোত্তরের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি-সহ ‘ইনফরমেশন ব্রোশিয়োর’ প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, পড়ুয়ারা কোর্সগুলিতে অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়া আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এমফার্ম এবং এমআর্ক (আরবান ডিজ়াইন)-এর এই কোর্সগুলি দু’বছরের। দু’টি কোর্সেই থাকবে চারটি সেমেস্টার।
এমআর্ক প্রোগ্রামের ক্ষেত্রে আসনসংখ্যা ২০। এমফার্মের ক্ষেত্রে মোট ৩৯টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। দু’টি কোর্সের ক্ষেত্রে বিভিন্ন বিভাগে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এমআর্ক কোর্সের ক্ষেত্রে তিনটি ভাগ— গেট উত্তীর্ণ, স্পন্সরড বা সেলফ স্পন্সরড। এমফার্মের ক্ষেত্রে— জিপ্যাট উত্তীর্ণ এবং স্পনসরড।
দু’টি কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। কোন বিভাগে পড়ুয়ারা আবেদন জানাচ্ছেন, তার ভিত্তিতে আবেদনের বাকি যোগ্যতা স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
এমআর্ক কোর্সের ক্ষেত্রে যাঁরা গেট উত্তীর্ণ, তাঁদের জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে না। বাকি দু’টি ক্যাটাগরির জন্য বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা থাকবে। এমফার্ম কোর্সের ক্ষেত্রেও যাঁরা জিপ্যাট উত্তীর্ণ, তাঁদের কোনও প্রবশিকা পরীক্ষা দিতে হবে না। স্পনসরড ক্যাটাগরিতে যাঁরা আবেদন করবেন, তাঁদের প্রবেশিকা পরীক্ষা দিতে হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সমস্ত তথ্য-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। এ বিষয়ে বাকি তথ্য বিশদে জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।