এমস দিল্লি। ছবি: সংগৃহীত।
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এমস) একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ-পরীক্ষার মাধ্যমে গ্রুপ-বি এবং গ্রুপ সি-র বিভিন্ন পদে নিয়োগ হবে। এর জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। নিয়োগ-পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
দিল্লির এমসে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লাইনম্যান, ড্রাফটসম্যান গ্রেড-২, ফার্মাসিস্ট-সহ অন্য পদে নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা ২,৩০০।
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে প্রার্থীদের ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে, প্রার্থীদের কোনও ক্ষেত্রে দশম বা দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার কোনও ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং/অন্য বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা ডিপ্লোমা থাকতে হবে।
পদগুলিতে এমস-এর কমন রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন (সিআরএস)-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রে কম্পিউটার-নির্ভর লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের আয়োজন করা হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট ধরে।
আগ্রহীদের এমস, দিল্লির ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ২,৪০০ টাকা এবং ৩,০০০ টাকা। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।