আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন। এমনটা জানিয়ে প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, প্রকল্পের কাজে স্বল্প মেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে। যার জন্য অর্থ যোগাবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের ইনফরমেশন টেকনোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘অ্যান আর্কিটেকচার ফর ইন-মেমোরি কম্পিউটিং’। এটি কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ অধীনস্থ সায়েন্স অ্যান্ড রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থপুষ্ট একটি প্রকল্প।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে এমই বা এমটেক থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এও যথাযথ নম্বর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৪ জুলাই। এর পর ২৫ জুলাই সকাল ১১টা থেকে সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখে নিতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট।