প্রতীকী চিত্র।
আইটিআই লিমিটেডে কাজের সুযোগ। সম্প্রতি কেন্দ্র সরকারের যোগাযোগ মন্ত্রক অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। নির্ধারিত মেয়াদে চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় অ্যাডভাইসর, কনসালট্যান্ট, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এবং ইয়ং প্রফেশনাল (গ্র্যাজুয়েটস এবং টেকনিশিয়ান) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪৩। যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ১৪টি শূন্যপদ। তাঁদের সংস্থার বিজ়নেস ডেভেলপমেন্ট, এস্টেট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট-সহ অন্যান্য বিভাগে কাজের সুযোগ মিলবে।
প্রথমে নিযুক্তদের চুক্তির মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী, এই মেয়াদ বাড়ানো হতে পারে।
অ্যাডভাইসর, কনসালট্যান্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। ইয়ং প্রফেশনাল গ্র্যাজুয়েটস এবং ইয়ং প্রফেশনাল টেকনিশিয়ান পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২ এবং ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।
পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২৫,০০০ টাকা পর্যন্ত। এ ছাড়া মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।
সমস্ত পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৮ জুলাই আবেদনের শেষ দিন। এর পর কিছু পদের ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ অথবা বাকি পদের ক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।