IGNOU Sand Art Course 2025

সুদর্শন পট্টনায়কের হাত ধরে ‘স্যান্ড আর্ট’-এর কোর্স চালু ইগনুতে, পড়া যাবে অনলাইনেই

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৫:০৮
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

ছোটবেলায় সমুদ্রে বেড়াতে যাওয়ার স্মৃতি মানেই বালির উপর আঁকিবুঁকি কাটা। আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে কখনও সেখানে নিজের নাম লেখা, কখনও দুর্গ বানানো বা কোনও ছবি আঁকা। স্মৃতির আঙিনায় এ সব টুকরো ছবিই ভেসে ওঠে। কিন্তু বালিতে শখের এই ছবি আঁকাকেই শিল্পের পর্যায়ে নিয়ে যান ওড়িশার সুদর্শন পট্টনায়ক। দেশে ‘স্যান্ড আর্ট’-এর পথিকৃৎ গণ্য করা হয় তাঁকে। বালির মধ্যে কখনও পৌরাণিক চরিত্র, কখনও দেব-দেবী, আবার কখনও সামাজিক সমস্যার একাধিক বিষয়ে ভাস্কর্য তৈরিতে প্রসিদ্ধ সুদর্শন। পেয়েছেন পদ্মশ্রী-সহ আন্তজার্তিক স্তরের একাধিক পুরস্কার। এ বার তাঁর হাত ধরেই ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-তে শুরু হতে চলেছে ‘স্যান্ড আর্ট’-এর কোর্স।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, এক সঙ্গে দু’টি কোর্স চালু করা হবে। যা পড়ানো হবে অনলাইনে। একেবারে বিনামূল্যেই করা যাবে দু’টি কোর্স। একটি, ‘ইন্ট্রোডাকশন টু স্যান্ড আর্ট’। অন্যটি, ‘প্রিন্সিপ্যালস অ্যান্ড ফরম্যাটস অফ স্যান্ড আর্ট’।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে কোর্স চালুর মূল উদ্দেশ্য, সারা বিশ্বে ভারতীয় শিল্পকলার প্রসার এবং ডিজিটাল শিক্ষার মাধ্যমে প্রত্যেকের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো।

Advertisement

দু’টি কোর্সই স্বল্পমেয়াদি। যার মধ্যে একটি তিন মাসের। অন্যটির মেয়াদ এক মাস দু’সপ্তাহ। যে কোনও বয়সের, যে কোনও শিক্ষাগত যোগ্যতার মানুষই দু’টি কোর্স করার সুযোগ পাবেন। কোর্স শেষে মিলবে শংসাপত্রও।

আগ্রহীরা এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement