ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।
কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থার দু’টি বিভাগে কাজের সুযোগ রয়েছে। যেখানে কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনেই আবেদন জানানো যাবে।
সংস্থার হাইওয়ে অপারেশন এবং রোড সেফটি ডিভিশনের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অ্যাডভাইসর (টেকনিক্যাল) এবং জয়েন্ট অ্যাডভাইসর (টেকনিক্যাল) পদে। মোট শূন্যপদ পাঁচটি। যা পরিবর্তনসাপেক্ষ। সংস্থার নয়া দিল্লির সদর দফতরে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। উভয় পদেই নিযুক্তদের প্রাথমিক ভাবে কাজের চুক্তি থাকবে দু’বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
দু’টি পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাডভাইসর (টেকনিক্যাল) এবং জয়েন্ট অ্যাডভাইসর (টেকনিক্যাল) পদে নিযুক্তদের বেতন হবে মাসে যথাক্রমে ২,৩৫,০০০ টাকা এবং ১,৭৫,০০০ টাকা।
উভয় পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৬ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।