U Shaped Classroom Seating 2025

ক্লাসে থাকবে না কোনও ‘ব্যাকবেঞ্চার’, দেশের দুই রাজ্যের স্কুলে চালু নতুন নিয়ম

মনে করা হচ্ছে, এর মাধ্যমে শুধু পড়ুয়াদের মধ্যে নয়, শিক্ষক-পড়ুয়ার মধ্যেকার যে দূরত্ব তা-ও দূর করা সম্ভব হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৮:০৮
Share:

প্রতীকী চিত্র।

ইঁদুর দৌড়ের জাঁতাকলে পড়ে সকলেরই শুধু প্রথম হওয়ার বাসনা। ক্রমাগত বাড়ছে প্রত্যাশার চাপ, বাড়ছে প্রতিযোগিতা। পড়াশোনা, খেলাধুলো, গান, নাচ- কিছুতেই দ্বিতীয় হওয়া চলবে না। এ দৌড়ের হাতেখড়ি হয় স্কুলস্তর থেকেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মাপকাঠিতে পড়ুয়াদের মধ্যে বিভাজন শুরু হয়ে যায় ছোট থেকেই। ক্লাসরুমেও এর ব্যতিক্রম দেখা যায় না। কিছু ক্ষেত্রে মেধাবী, প্রাণচঞ্চল পড়ুয়ারা নিজেরাই ক্লাসের সামনের সারিতে বসতে চায়। তুলনামূলক ভাবে ‘কম মেধাবী’, চুপচাপ, ভীতু পড়ুয়ারা গুটিসুটি মেরে শেষের সারিতে জায়গা করে নেয়। শিক্ষক-শিক্ষিকাদের আচরণেও ধরা পড়ে পক্ষপাতিত্ব। এ বার এই বিভাজন দূর করতেই নয়া ভাবনা কার্যকর করা হল দেশের দুই রাজ্যে।

Advertisement

২০২৪ সালে মুক্তি পায় মালায়লি সিনেমা ‘স্থানারথি শ্রীকুট্টন’। মূল গল্পে দেখানো হয় স্কুলের একদল ‘ফ্রন্টব্রেঞ্চার’ এবং ‘ব্যাকবেঞ্চার’-এর বিবাদ। ‘ব্যাকবেঞ্চার’-এর মুখ্য ভূমিকায় থাকা শ্রীকুট্টন পড়ুয়াদের মধ্যে বিভাজন এড়ানোর জন্য ক্লাসরুমে ‘সেমি সার্কুলার’ (অর্ধ বৃত্তাকার) বা ইংরেজি ‘ইউ’ অক্ষরের আকারে বসার প্রস্তাব দেয়। শেষমেশ তার ভাবনাকেই মান্যতা দেয় স্কুল কর্তৃপক্ষ।

এর পরই কেরালার আটটি স্কুলে এই ভাবনা রূপায়ণ করা হয়। একই ভাবনা থেকে সম্প্রতি তামিলনাড়ুর শিক্ষা দফতরও কিছু সরকারি স্কুলে পরীক্ষামূলক ভাবে এই ভাবনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ করছে। মনে করা হচ্ছে, এর মাধ্যমে শুধু পড়ুয়াদের মধ্যে নয়, শিক্ষক-পড়ুয়ার মধ্যে যে দূরত্ব, তা-ও দূর করা সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে আরও স্বচ্ছন্দে কথা বলতে পারবে পড়ুয়ারা। আরও ভাল ভাবে শিখতে পারবে, যার ফলে ক্লাসের সামগ্রিক শিক্ষার পরিবেশের উন্নতি হবে।

Advertisement

তামিলনাড়ুর স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, ক্লাসে অর্ধবৃত্তাকারে বসা হলে শিক্ষক সকলের মাঝে থাকতে পারবেন। ফলে কোনও পড়ুয়াই আর লজ্জায় বা ভয়ে গুটিয়ে থাকবে না। সহজে শিক্ষকদের সঙ্গে বিষয়ভিত্তিক নানা প্রশ্ন, আলাপ আলোচনা করতে পারবে। পাশাপাশি, শিক্ষকেরাও সহজেই সকল পড়ুয়ার সুবিধা-অসুবিধার দিকগুলি বুঝতে পারবে। এর ফলে শিক্ষক-পড়ুয়ার মধ্যে একটা সুসম্পর্ক এবং ক্লাসরুমে সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলেই আশা করা যায়।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গেও বেশ কিছু পুরনো স্কুল রয়েছে, যেখানে ক্লাসরুমে পড়ুয়াদের এই অর্ধবৃত্তাকারে বসার সুযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement