ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (ভেল)। ছবি: সংগৃহীত।
একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (ভেল)-এ। সম্প্রতি এমনটা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে সংস্থার বিভিন্ন প্লান্টের একাধিক বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা শুরু হবে ১৬ জুলাই থেকে।
সংস্থায় নিয়োগ হবে ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক এবং ফাউন্ড্রিম্যান পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫১৫। এর মধ্যে কিছু আসন সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্যে রাখা হবে।
‘আর্টিজ়ান গ্রেড-৪’ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে ৩২ বছর এবং অনগ্রসর শ্রেণিভুক্তদের ক্ষেত্রে এই বয়সসীমা ৩০ বছর। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ২৯,৫০০-৬৫,০০০ টাকা।
আবেদনকারীদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/আইটিআই সার্টিফিকেট এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট কোর্সগুলির ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে।
সমস্ত পদের জন্য কম্পিউটার-নির্ভর পরীক্ষা এবং স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তরা আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৪৭২ এবং ১০৭২ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১২ অগস্ট। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।