St. Xaviers College Admission 2025

মার্কেটিং কমিউনিকেশনের জন্য কী কী জানা প্রয়োজন? শেখাবে সেন্ট জেভিয়ার্স কলেজ

যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণরাই এই কোর্সে আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৭:৪৯
Share:

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।

বিজ্ঞাপনের ভাষা জোরালো এবং সুতীক্ষ্ণ। লিখিত বিজ্ঞাপন হোক বা ভিডিয়ো— পাঠক-দর্শক মনে ছাপ ফেলে যাওয়াই তার আসল উদ্দেশ্য। তবেই তো বাড়বে বিপণন। সেখানেই বিজ্ঞাপন নির্মাতার সাফল্য।

Advertisement

কী ভাবে একটি সংস্থা তাঁদের বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমে এ রকম ভাবে দৃষ্টি আকর্ষণ করে? এ় জন্য কী কী বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন? এ বার সে বিষয়েই একটি স্বল্পমেয়াদি কোর্স করাবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ।

কলেজের সংশ্লিষ্ট কোর্সের নাম— ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন’। কোর্সটি চলবে এক বছর ধরে। পাঠক্রমে রয়েছে দু’টি সেমেস্টার। ক্লাস শুরু আগামী ১২ অগস্ট থেকে (সম্ভাব্য তারিখ)। প্রতি সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত ক্লাসের আয়োজন করা হবে। শনিবার ক্লাস হবে বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত। কোর্স ফি ৬২,০০০ টাকা, যা দু’কিস্তিতে মেটানো যাবে।

Advertisement

বিজ্ঞাপন, মিডিয়া এবং সৃজনশীল দুনিয়া নিয়ে যাঁদের উৎসাহ, তাঁদের কথা ভেবেই এই কোর্স। বর্তমানে যে কোনও সংস্থা নানা মাধ্যমে নিজেদের বিজ্ঞাপনে জোর দেয়। এর মধ্যে রয়েছে ডিরেক্ট মার্কেটিং, ইন্টারনেট অ্যান্ড ইন্টার‍্যাক্টিভ মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেলস প্রোমোশন, পাবলিসিটি এবং পাবলিক রিলেশন।

কোর্সে পড়ানো হবে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন সংক্রান্ত মৌলিক ধারণা, ম্যানেজেমেন্ট, বিজ্ঞাপনের নীতিনৈতিকতা, মার্কেটিংয়ের কৌশল এবং পরিকল্পনা, ব্র্যান্ডিং ও পাবলিক রিলেশন, ক্রেতাদের প্রতিক্রিয়া, মার্কেট রিসার্চ, মিডিয়া প্ল্যানিং-সহ অন্য বিষয়।

যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণরাই এই কোর্সে আবেদন করতে পারবেন। তাঁদের মূল্যায়ন করা হবে লিখিত পরীক্ষা, প্রেজ়েন্টেশন এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে। কোর্স যথাযথ ভাবে শেষ করলে মিলবে পিজি ডিপ্লোমা শংসাপত্র।

আগ্রহীরা এ জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা। এর পর আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement