প্রতীকী চিত্র।
কেন্দ্রের পরমাণু শক্তি দফতরের অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কাজের সুযোগ। এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে আবেদন করতে হবে আগেই।
সংস্থায় নিয়োগ হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার এবং অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৭০। সংস্থার বিজ়নেস বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। পোস্টিং হবে কলকাতা, দুর্গাপুর, গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ-সহ অন্য শহরে।
প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ হবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়িয়ে সর্বাধিক চার বছর পর্যন্ত করা হতে পারে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। টেকনিক্যাল অফিসার এবং অফিসার পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষে পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৫৫,০০০ টাকা। অন্য দিকে, টেকনিক্যাল অফিসার ও অফিসার পদে নিযুক্তদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষে পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ২৫,০০০ টাকা, ২৮,০০০ টাকা এবং ৩১,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।
টেকনিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক-এ ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, থাকতে হবে এক বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগামী ২১ এবং ২২ জুলাই কলকাতা-সহ দেশের অন্য শহরে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের পূরণ করা আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সমস্ত পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।