আইআইএসডব্লিউবিএম। ছবি: সংগৃহীত।
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে একাধিক সমস্যার সম্মুখীন সকলে। বাঁধনছাড়া নয়, পরিবেশ বাঁচাতে সুস্থায়ী উন্নয়নই একমাত্র বাঁচার পথ বলে মনে করছেন পরিবেশবিদরা। তাই দৈনন্দিন জীবনযাপন থেকে শিল্পসংস্থা গড়ে তোলার ক্ষেত্রে কী ভাবে সুস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা-ই এখন চর্চার বিষয়। তাই এ বার এ বিষয়ে অনলাইনে পাঠদান করবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)।
প্রতিষ্ঠানের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের তরফে কোর্সের আয়োজন করা হচ্ছে। নাম— ‘সাসটেনেবেল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট’। এটি একটি অনলাইন সার্টিফিকেট কোর্স। মাত্র এক মাস ছ’দিন চলবে কোর্সের ক্লাস। যা শুরু হবে ১৪ অগস্ট। শেষ ২০ সেপ্টেম্বর। কোর্স ফি ৪১,৩০০ টাকা।
কোর্সের জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত, সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষাবিদ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরতরা।
অনলাইনে সপ্তাহে তিন দিন ক্লাসের আয়োজন করা হবে। বৃহস্পতি ও শুক্রবার ক্লাস চলবে সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। শনিবার ক্লাস হবে দুপুর ২টো থেকে সন্ধে ৬টা ১৫ মিনিট পর্যন্ত। ক্লাস করাবেন অভিজ্ঞ শিক্ষক এবং পেশাদারেরা।
আগ্রহীরা অনলাইনেই এর জন্য আবেদন করতে পারবেন। আগামী ৮ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।