প্রতীকী চিত্র।
দক্ষিণ দিনাজপুর জেলায় শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ। সম্প্রতি সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার একটি সরকারি স্কুলে কাজের সুযোগ মিলবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
জেলায় নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল (ইংরেজি মাধ্যম) গেস্ট গ্রুপ ডি এবং গেস্ট গ্রুপ সি পদে শিক্ষাকর্মী এবং অতিথি শিক্ষক (বাংলা বিষয়ের জন্য) পদে নিয়োগ হবে। শূন্যপদ তিনটি। নিযুক্তদের প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সেই মেয়াদ বাড়ানো হতে পারে। সমস্ত পদে নিযুক্তদের সরকার নির্ধারিত নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে।
সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। তাঁদের যে কোনও সরকারি/ সরকারি সাহায্যপ্রাপ্ত/ সরকারি অর্থপুষ্ট অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগামী ৭ অগস্ট দুপুর ১২টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে সমস্ত নথি নিয়ে সকাল ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিশদ জানার জন্য জেলার প্রশানিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।