CSIR UGC NET June Exam 2025

সিএসআইআর-ইউজিসি নেটের দিন পরিবর্তন, একই দিনে হবে সমস্ত বিষয়ের পরীক্ষা

পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫, ২৬, ২৭ জুলাই সিএসআইআর-ইউজিসি নেট আয়োজনের কথা ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৫:৫১
Share:

প্রতীকী চিত্র।

কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে গবেষণা এবং শিক্ষকতার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সিএসআইআর ইউজিসি নেট (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। সেই পরীক্ষার জুন পর্বের সময়সূচি আগেই ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কিন্তু জাতীয় স্তরের অন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা একই দিনই আয়োজিত হওয়ায় পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হল। শুধু তাই নয়, সমস্ত বিষয়ের পরীক্ষা একই দিনে আয়োজন করা হবে বলেও জানিয়েছে এনটিএ।

Advertisement

পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫, ২৬, ২৭ জুলাই সিএসআইআর-ইউজিসি নেট আয়োজনের কথা ছিল। তবে হরিয়ানা টিচার এলিজিবিলিটি টেস্ট (এইচটেট)-এরও আয়োজন করা হবে ২৬ এবং ২৭ জুলাই। একই দিনে দু’টি পরীক্ষা পরে যাওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছিল পড়ুয়ারা। সেই নিয়ে এনটিএ-র কাছে অভিযোগ জমা পড়ায় পরীক্ষার দিন পরিবর্তন করা হল। নয়া বিজ্ঞপ্তিতে এনটিএ জানিয়েছে, ২৮ জুলাই — একটিই দিনে সমস্ত বিষয়ের পরীক্ষার আয়োজন করা হবে।

২৮ জুলাই ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান, প্ল্যানেটরি সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, লাইফ সাইন্স, ফিজ়িক্যাল সায়েন্স— পাঁচটি বিষয়ের পরীক্ষাই নেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে। পরীক্ষার ৮-১০ দিন আগে প্রকাশ করা হবে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ বা কোন পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পরীক্ষার ২-৩ দিন আগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement