Roopkala Kendro Admission 2025

সাউন্ড ডিজ়াইন-সহ নানা বিষয়ে কোর্স করা যাবে রূপকলা কেন্দ্র থেকে, আসনসংখ্যা কত?

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সগুলির জন্য আবেদনকারীদের স্নাতক হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৯:৪৭
Share:

রূপকলা কেন্দ্র। ছবি: সংগৃহীত।

একাধিক সৃজনশীল বিষয়ে কোর্স করার সুযোগ দিচ্ছে রূপকলা কেন্দ্র। সম্প্রতি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে প্রকাশ, চলতি শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বর্তমান ডিজিটাল মাধ্যমের যুগে নিত্যনতুন চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে। আর তার জন্য প্রয়োজন বিশেষ কিছু বিষয়ে দক্ষতার। প্রতিষ্ঠানে এর জন্য মোট পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে। সেগুলি হল— ডিরেকশন, মোশন পিকচার ফোটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজ়াইন এবং অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন। কোর্সগুলির মেয়াদ দু’বছর।

অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন কোর্সের ক্ষেত্রে আসনসংখ্যা ১৩। বাকি বিষয়ের মোট ৯টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তবে সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে।

Advertisement

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের জন্য আবেদনকারীদের স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। এ ছাড়া বিষয়ের উপর নির্ভর করেও যোগ্যতার অন্য মাপকাঠি স্থির করা হয়েছে।

কোর্সগুলিতে আবেদনকারীদের লিখিত পরীক্ষা, ওরিয়েন্টেশন/ইন্টারভিউ এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ ৩০০ টাকা। ভর্তির বিষয়ে বাকি তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement