সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।
গণজ্ঞাপন যাঁদের আগ্রহের বিষয়, তাঁদের জন্য এ বিষয়ের খুঁটিনাটি জানাতে একটি কোর্স করাবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এমনটা জানিয়ে কলেজের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। পড়ুয়া থেকে কর্মরত, সকলের জন্যই এই কোর্সের আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
মাস কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন বিষয়ের উপরে কলেজের তরফে কোর্স করানো হবে। এটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। যার মেয়াদ এক বছর। কোর্সের ক্লাস শুরু আগামী ১২ অগস্ট (সম্ভাব্য তারিখ) থেকে। প্রতি সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস। শনিবার ক্লাস হবে বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
সংশ্লিষ্ট কোর্সের গণজ্ঞাপনের মৌলিক বিষয়, গণজ্ঞাপনের কার্যকারিতা, খবর পরিবেশনা, ডিজিটাল মিডিয়া প্রভাব, পাবলিক রিলেশন, বিজ্ঞাপন, কর্পোরেট কমিউনিকেশন-সহ নানা বিষয় পড়ানো হবে। মোট দু’টি সেমেস্টারে কোর্সের পাঠ্যসূচি সাজানো হয়েছে। কোর্স ফি ৬২,০০০ টাকা।
কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন সদ্য স্নাতক উত্তীর্ণ থেকে বিভিন্ন সংস্থায় কর্মরতরা। যাঁরা স্নাতকের চূড়ান্ত সেমেস্টার দেবেন, তাঁরাও আবেদন জানাতে পারবেন।
পড়ুয়াদের এই কোর্স শেষে পরীক্ষা, প্রেজ়েন্টেশন-এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। কোর্স যথাযথ ভাবে শেষ করতে পারলে দেওয়া হবে শংসাপত্রও।
আগ্রহীদের কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দিতে হবে ৬০০ টাকা। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মূল্যায়ন করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে আরও জানতে কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।