CBSE’s CSSS Scholarship 2025

আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় সিবিএসই-র বৃত্তি, আবেদনের শেষ দিন কবে?

২০২৪, ২০২৩, ২০২২ এবং ২০২১ সালের জন্য বৃত্তি প্রাপকরা তাঁদের ‘রিনিউয়াল’-এর আবেদনও জানাতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৪:৫১
Share:

প্রতীকী চিত্র।

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। যা সেন্ট্রাল সেক্টর স্কিল অফ স্কলারশিপ (সিএসএসএস) নামে পরিচিত। চলতি বছরে এই বৃত্তির জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ। একই সঙ্গে ইতিমধ্যে বৃত্তি প্রাপকদের ‘রিনিউয়াল’ বা পুনর্নবীকরণ প্রক্রিয়াও শুরু করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে।

Advertisement

গত ১৩ মে প্রকাশিত হয়েছে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল। এর পর শুরু হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া। এ বার তাঁদের জন্যই শুরু হল সেন্ট্রাল সেক্টর স্কিল অফ স্কলারশিপ (সিএসএসএস)-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া। কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের তরফে পড়ুয়াদের মেধা এবং আর্থিক পরিস্থিতির ভিত্তিতে চালু করা হয়েছে এই স্কলারশিপ। যেখানে চলতি শিক্ষাবর্ষের জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পাশাপাশি, ২০২৪, ২০২৩, ২০২২ এবং ২০২১ সালের জন্য বৃত্তি প্রাপকরা তাঁদের পুনর্নবীকরণের (রিনিউয়াল) আবেদনও জানাতে পারবেন। দু’ক্ষেত্রেই আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর। পড়ুয়াদের এর জন্য অনলাইনে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল scholarships.gov.in -এর মাধ্যমে আবেদন জানাতে হবে। পাশাপাশি তাঁদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র এবং সমস্ত নথি দেখাতে হবে। এর পর প্রতিষ্ঠানের ‘নোডাল অফিসার’-দের সেই নথি অনলাইনে খতিয়ে দেখবেন।

বৃত্তির পরিমাণ

Advertisement

১) স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য বার্ষিক ১২,০০০ টাকা

২) স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য বার্ষিক ২০,০০০ টাকা

কী ভাবে আবেদন জানাবেন?

১) পড়ুয়াদের সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর), পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে।

২) এর পর নিজেদের ছবি, ফোন নম্বর, আধার কার্ড এবং অন্য প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে।

বৃত্তির ‘রিনিউয়াল’-এর জন্য পড়ুয়াদের স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতির হার এবং ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement