বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় চিকিৎসক প্রয়োজন। অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। কলকাতাই হবে নিযুক্তদের কর্মস্থল। এ জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে পার্ট-টাইম চিফ মেডিক্যাল অ্যাডভাইসর (সিএমএ) এবং পার্ট টাইম মেডিক্যাল অ্যাডভাইসর (এমএ) পদে। শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কলকাতার অফিসে প্রথমে এক বছর কাজের সুযোগ মিলবে। এর পর তাঁদের কাজের নিরিখে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
উভয় পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে। দু’টি পদে ‘রিটেনর’ হিসাবে নিযুক্তদের সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে।
পার্ট টাইম মেডিক্যাল অ্যাডভাইসর পদে আবেদন জানাতে চাকরিপ্রার্থীদের এমবিবিএস ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি কোনও হাসপাতাল বা অন্যত্র পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীরা মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১৮ জুলাই আবেদনের শেষ দিন। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।