আইএসিএস। ছবি: সংগৃহীত।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কর্মখালি। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের নিরাপত্তা আধিকারিক নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। গ্রুপ বি (প্রশাসনিক) পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে। তাঁর বেসিক পে হবে মাসে ৪৪,৯০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন, পাশাপাশি সাত বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা, স্কিল/ ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের আবেদনমূল্য যথাক্রমে ৫০০ এবং ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৭ অগস্ট। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।