WB Govt Job Recruitment 2025

পূর্ব বর্ধমান জেলায় কর্মী নিয়োগ, কোন পদে, কতজনের কাজের সুযোগ?

সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৯:১৪
Share:

প্রতীকী চিত্র।

পশ্চিম বর্ধমান জেলায় কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং রুরাল ডেভেলপমেন্ট সেলের র তরফে এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু ১৮ জুলাই থেকে।

Advertisement

জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১। নিযুক্তদের আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কাজ হবে।

সংশ্লিষ্ট পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। তাঁদের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন অধীনস্থ সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। নিযুক্তদের দৈনিক বেতন হবে ৬০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতাও। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।

সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে। আগামী ৩১ জুলাই আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদনকারীদের রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং জনজাতি উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর অথবা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত এক্সটেনশন অফিসার/ অবসরপ্রাপ্ত হেড ক্লার্ক/ অবসরপ্রাপ্ত আপার ডিভিশন ক্লার্ক হতে হবে। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং জনজাতি উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের।

আগামী ৩ অক্টোবর সকাল ১১টায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement