জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।
মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তে শুরু হচ্ছে বিটেক-এ ভর্তি প্রক্রিয়া। চলতি শিক্ষাবর্ষের জন্য কেন্দ্রের অর্থপুষ্ট এই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে।
জিকেসিআইইটি-তে জোসা (জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি) বা সিএসএবি (সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড)-এর তরফে ভর্তির এই কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিটেক কোর্সটি এআইসিটিই (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন) দ্বারা অনুমোদিত এবং ম্যাকাউট (মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি) দ্বারা স্বীকৃত। কোর্সের মেয়াদ চার বছর।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জিকেসিআইটি থেকে যে বিষয়গুলিতে পড়ুয়ারা বিটেক করতে পারবেন, সেগুলি হল—
১। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
২। ফুড টেকনোলজি
৩। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
৪। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং)
৫। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
সংশ্লিষ্ট কোর্সে নানা বিষয়ে ভর্তির জন্য পড়ুয়াদের চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এ যথাযথ র্যাঙ্ক থাকতে হবে। এ ছাড়াও রয়েছে অন্য যোগ্যতার মাপকাঠি।
কাউন্সেলিংয়ের জন্য রেজিস্টার করাতে পড়ুয়াদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে যেতে হবে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে জিকেসিআইইটি-র ওয়েবসাইট থেকেই।