প্রতীকী চিত্র।
পঠনপাঠনের জন্য আদর্শ শহর কোনগুলি, জানাল আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস)। বিশ্বের বিভিন্ন দেশের একাধিক শহর এই তালিকায় জায়গা করে নিয়েছে। রয়েছে ভারতের চারটি মেট্রো শহরও। এর মধ্যে আন্তর্জাতিক স্তরে একমাত্র দিল্লিতেই সবচেয়ে সুলভে পড়াশোনা করতে পারেন পড়ুয়ারা, এর উল্লেখও করা হয়েছে। তবে এই তালিকায় নাম নেই কলকাতা শহরের।
প্রতি বছরের মতো এ বছরের ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ়’-এর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বিশ্বের ১৫০টি শহরের নাম ঘোষণা করা হয়েছে। এ বছরের শীর্ষ স্থানাধিকারী দক্ষিণ কোরিয়ার সোল। দ্বিতীয় জাপানের টোকিয়ো শহর। তৃতীয় স্থানেই রয়েছে ইংল্যান্ডের লন্ডন। প্রাপ্ত স্কোর যথাক্রমে ১০০, ৯৯.৯ এবং ৯৭.১।
দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রের মুম্বই। বিশ্ব তালিকায় স্থান ৯৮। দিল্লির স্থান ১০৪ তম। এর পর বেঙ্গালুরু এবং চেন্নাই রয়েছে যথাক্রমে ১০৮ এবং ১২৮ তম স্থানে। গত বছরের তুলনায় প্রত্যেকেই বেশ কয়েক ধাপ এগিয়ে এসেছে র্যাঙ্ক তালিকায়।
উল্লেখ্য, বেশ কিছু মাপকের ভিত্তিতে এই র্যাঙ্ক তালিকা প্রকাশ করা হয়। যার মধ্যে রয়েছে— শহরে পড়াশোনার মান, চাকরির সুযোগসুবিধা পড়াশোনার জন্য খরচ, পড়ুয়ারা সন্তুষ্ট কিনা, তাঁদের জীবনযাত্রা, এবং সংশ্লিষ্ট শহরে পড়ুয়াদের পড়াশোনার ইচ্ছে।