IIT Guwahati Admission 2025

বন্যা পরিস্থিতি সামাল দেবেন কী করে? এমটেক কোর্সের মাধ্যমে জানাবে আইআইটি গুয়াহাটি

চলবে দু’বছর ধরে। তবে সর্বাধিক পাঁচ বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৯:৪৫
Share:

আইআইটি গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

বর্ষাকাল এলেই নাকাল দেশের মানুষ। বৃষ্টির পরিমাণ যত বাড়ে, ততই বেহাল হয় রাস্তাঘাট। বন্যা পরিস্থিতির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হিমশিম খায় প্রশাসন। এই পরিস্থিতির হাত থেকে মুক্তি পেতে প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। এ বার তাই নতুন একটি কোর্স চালু করবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

প্রতিষ্ঠানের ‘ফ্লাড অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট’-এর কোর্সটি একটি এমটেক প্রোগ্রাম। চলবে দু’বছর ধরে। তবে সর্বাধিক পাঁচ বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ মিলবে। জাতীয় শিক্ষানীতি মেনে রয়েছে ‘মাল্টিপল এন্ট্রি-এক্সিট’-এর সুযোগও। অর্থাৎ কোনও কারণে একটানা কোর্সের ক্লাস না করতে পারলেও পরে আবার ক্লাস করে কোর্স সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হবে।

কোর্সটির আয়োজন করবে আইআইটি গুয়াহাটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ক্লাস হবে ‘হাইব্রিড’ মাধ্যমে। পাঠক্রমের বিষয়বস্তু পড়ানো হবে অনলাইনে। ল্যাব এবং পরীক্ষার আয়োজন করা হবে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে।

Advertisement

সংশ্লিষ্ট কোর্স চালুর মূল উদ্দেশ্য, পড়ুয়া এবং কর্মরতদের জলসঙ্কট, জলবায়ু পরিবর্তন এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে, তা নিয়ে তাঁদের সচেতন করা এবং একই সঙ্গে তা মোকাবিলা করার দক্ষতা বৃদ্ধি করা। এ ক্ষেত্রে ডেটা নির্ভর পর্যালোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা হবে।

এই কোর্সের মাধ্যমে বন্যা এবং জলসম্পদ ব্যবস্থাপনায় আগ্রহী কর্মরতরাও যেমন তাঁদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। তেমনি সদ্য স্নাতক উত্তীর্ণ এবং জলসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের এক বছরের অভিজ্ঞতাসম্পন্নরাও আবেদন করতে পারবেন। তবে দু’ক্ষেত্রেই সিভিল/ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন নেই গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং)-এ উত্তীর্ণ হওয়ার।

কোর্সে ভর্তির ক্ষেত্রে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৩১ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ক্লাস শুরু হবে ১৮ অগস্ট থেকে। এ সংক্রান্ত বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement