IISWBM Admission 2025

কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ-র সুযোগ, ক্লাস হবে সন্ধ্যাবেলা

২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৯:৪১
Share:

প্রতীকী চিত্র।

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম) থেকে এমবিএ-র সুযোগ। পেশাদারদের জন্য মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ানো হবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানে। এই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিশদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

Advertisement

২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি দু’বছরের। যা মোট চারটি সেমেস্টারে বিভক্ত। চলতি মাসেই শুরু হবে কোর্সের ক্লাস। কোর্স ফি-র পরিমাণ ৬ লক্ষ ১০ হাজার টাকা।

সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে বিজ়নেস স্ট্যাটিস্টিকস্‌, ফিন্যানশিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল ইকোনমিকস্‌, ডেটা অ্যানালিটিকস্‌-এর মতো একাধিক বিষয়। স্পেশালাইজ়েশন করা যাবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড অপারেশনস্‌ ম্যানেজমেন্ট এবং বিজ়নেস অ্যানালিটিকস্‌ অ্যান্ড অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের মতো বিষয়ে।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। এ ছাড়া, তাঁদের এগজ়িকিউটিভ বা সুপারভাইজ়ারি পদে কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি।

সংশ্লিষ্ট কোর্সে জাতীয় স্তরে আয়োজিত ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউট টেস্ট (ম্যাট), কমন ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউট টেস্ট (সিম্যাট), জেম্যাট, এটিএমএ, জ্যাট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণদেরই সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। এ ছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement