Law Admission in NLU

ক্ল্যাট ২০২৬ উত্তীর্ণ হয়েছেন? দ্বিতীয় দফার কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করল এনএলইউ

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীরা কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ়-এর ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং-এর জন্য আসন বণ্টন তালিকাটি দেখতে পারবেন। এ ছাড়াও প্রতিটি জাতীয় স্তরের আইন বিশ্ববিদ্যালয় গুলিও নিজেদের ওয়েবসাইটে কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯
Share:

প্রতীকী ছবি।

কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ়-এর তরফে কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-র দ্বিতীয় আসন বণ্টন তালিকা (প্রভিশনাল অ্যালটমেন্ট লিস্ট) প্রকাশ করেছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীরা কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ়-এর ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং-এর জন্য আসন বণ্টন তালিকাটি দেখতে পারবেন। এ ছাড়াও প্রতিটি জাতীয় স্তরের আইন বিশ্ববিদ্যালয়গুলিও নিজেদের ওয়েবসাইটে কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করেছে।

Advertisement

তালিকায় আসন বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের কাউন্সেলিংয়ের শেষ তারিখের আগে ‘ফ্রিজ়’, ‘ফ্লোট’ অথবা ‘এক্সিট’—এই তিনটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে। যে সকল প্রার্থী বরাদ্দ আসনটি গ্রহণ করতে চান এবং কাউন্সেলিংয়ের পরবর্তী রাউন্ডে যোগ দিতে চান না, তাঁরা ‘ফ্রিজ়’ বিকল্পটি বেছে নিতে পারেন। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে অফেরতযোগ্য কনফার্মেশন ফি জমা দিতে হবে। পাশাপাশি, যে সকল প্রার্থী আসন বরাদ্দ পেয়েছেন কিন্তু পরবর্তী রাউন্ডে আরও উচ্চ-পছন্দের কোনও ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা খোলা রাখতে চান, তাঁরা ‘ফ্লোট’ বিকল্পটি নির্বাচন করতে পারেন। তবে এই ক্ষেত্রেও প্রার্থীদের কনফার্মেশন ফি জমা দিতে হবে। শেষে, রেজিস্ট্রেশনের পরে কাউন্সেলিং প্রক্রিয়ার কোনও পর্যায়ে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলে প্রার্থীরা ‘এক্সিট’ বিকল্পটি বেছে নিতে পারেন।

তবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২৯ জানুয়ারির মধ্যে ফি জমা দিয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল সূচি অনুযায়ী, কাউন্সেলিং মোট পাঁচটি রাউন্ডে আয়োজিত হবে। এর মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আসন বরাদ্দের ফল প্রকাশিত হবে ৫ ফেব্রুয়ারি, ২ মে এবং ১৫ মে ২০২৬-এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement