উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। একদিনের সরাসরি ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ) পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। আসন সংখ্যা ১১টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণিত-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। পাশাপাশি, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩০ জানুয়ারি বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে আয়োজন করা হয়েছে ইন্টারভিউ। প্রার্থীদের প্রয়োজনীয় নথি এবং ভর্তির ফি নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। কী কী নথি প্রয়োজন, তা জানা যাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই। সেখান থেকেই এই বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।