CBPBU Recruitment 2025

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ, কোন বিভাগে গবেষণার কাজের সুযোগ?

প্রকল্পটি কেন্দ্রের কেন্দ্রীয় সরকারি সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর সায়েন্টিফিক সোশ্যাল রেস্পন্সিবিলিটি (এসএসআর)-এর অর্থপুষ্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৮:২৭
Share:

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থ সহায়তায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের কাজের জন্য এই নিয়োগ। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বা প্রাণীবিদ্যা বিভাগের প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর সায়েন্টিফিক সোশ্যাল রেসপন্সিবিলিটি (এসএসআর)-এর অর্থপুষ্ট।

প্রকল্পের জন্য স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। আগামী দু’মাস সংশ্লিষ্ট প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। ইন্টার্নশিপ চলাকালীন তাঁর সাম্মানিক হবে মাসে ৫,০০০ টাকা।

Advertisement

স্টুডেন্ট ইন্টার্ন পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে। বর্তমানে তাঁদের প্রাণীবিদ্যা বা বায়োটেকনোলজি নিয়ে স্নাতকোত্তরে পাঠরত হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আগামী ২৯ এপ্রিল দুপুর ১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে বেলা ১২টা ৪৫ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে প্রার্থীরা বিস্তারিত জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement