সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।
যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এ (সিজিসিআরআই) একটি গবেষণামূলক কাজ হবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে গবেষকের খোঁজ শুরু হয়েছে। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ নন টক্সিক বিসমাথ বেরিয়াম গ্লাস উইথ অ্যান্টিরিফ্লেক্টিভ কাম হাইড্রোফোবিক প্রপার্টিজ়: আ ভায়াবেল অলটারনেটিভ অফ লিড-বেসড রেডিয়েশন শিল্ডিং উইন্ডো গ্লাস ফর নিউক্লিয়ার হট সেল অ্যাপ্লিকেশন’।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদগুলিতে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে পরবর্তীকালে নিযুক্তদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের যোগ্যতার ভিত্তিতে সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া ভাতাও।
জেআরএফ পদে আবেদনকারীদের পদার্থবিদ্যা/ রসায়ন/ মেটিরিয়াল সায়েন্সে এমএসসি ডিগ্রি অথবা মেটিরিয়াল সায়েন্স/ মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং/ সেরামিক ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক থাকতে হবে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১২ অক্টোবর। এর পর সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।