জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে বিটেক-এর সুযোগ দিচ্ছে মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)। কলেজের তরফে চতুর্থ দফায় সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের অর্থপুষ্ট এই প্রতিষ্ঠান। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
পড়ুয়ারা নানা বিষয়ে বিটেক করার সুযোগ পাবেন, এর মধ্যে রয়েছে— ১। সিভিল ইঞ্জিনিয়ারিং, ২। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ৩। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৪। ফুড প্রসেসিং টেকনোলজি এবং ৫। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হবে চলতি বছরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্জ়ামিনেশন (ডব্লিউবিজেইইবি) এবং জয়েন্ট এন্ট্রান্স এক্জ়ামিনেশন (জেইই) মেন-এ প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে। ডব্লিউবিজেইইবি এবং জেইই মেন-এ প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে একাধিক শূন্যপদে নিয়োগ হবে।
আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৭ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। তাঁদের বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের ডব্লিউবিজেইইবি এবং জেইই মেন-এ প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আগামী ১৪ অক্টোবর দুপুর ১টা নাগাদ প্রতিষ্ঠানের বিটেক-এ ভর্তির কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।