SEBI Recruitment 2025

কেন্দ্রীয় সংস্থা সেবি-তে ১১০ জন অফিসারের খোঁজ, কবে থেকে শুরু অনলাইন আবেদন প্রক্রিয়া?

নিযুক্তদের বেতনক্রম হবে ৬২,৫০০ থেকে ১,২৬,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৫৫
Share:

সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

কেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-এ (সেবি) অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। সংস্থার বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু ৩০ অক্টোবর থেকে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে অফিসার গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে। সংস্থার জেনারেল, লিগ্যাল, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, রিসার্চ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিভাগে সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদ রয়েছে ১১০টি। তাঁরা দেশের যে কোনও অঞ্চলে সংস্থার কার্যালয়ে কাজের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। প্রথম দু’বছরে নিযুক্তদের ‘প্রোবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের বেতনক্রম হবে ৬২,৫০০ থেকে ১,২৬,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

Advertisement

মোট তিনটি ধাপে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথম দু’টি ধাপে অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। দেশের বিভিন্ন শহরের নিয়োগের পরীক্ষার আয়োজন করা হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ১০০০ এবং ১০০ টাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement