এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় (এএআই) চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। সংশ্লিষ্ট সংস্থায় কর্মী নিয়োগের দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এডুকেশনাল কনসালট্যান্টস অফ ইন্ডিয়া লিমিটেড (এডসিল)। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় কনসালট্যান্ট (এয়ারপোর্ট সিস্টেমস) এবং জুনিয়র কনসালট্যান্ট (এয়ারপোর্ট সিস্টেমস) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা তিন। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা প্রথমে এক বছর কাজের সুযোগ পাবেন। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
কনসালট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছর এবং জুনিয়র কনসালট্যান্ট পদের জন্য বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রতি মাসে কনসালট্যান্ট পদের জন্য ১,২০,০০০ টাকা এবং জুনিয়র কনসালট্যান্ট পদের জন্য ১,০০,০০০ টাকা পারিশ্রমিক ধার্য করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কনসালট্যান্ট পদে কাজের জন্য প্রার্থীদের ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। পাশাপাশি, পাঁচ থেকে আট বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য পদটির জন্যও রয়েছে আবেদনের পৃথক মাপকাঠি।
আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ অক্টোবর। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।