কোল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) অধীনস্থ দু’টি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে। জানানো হয়েছে, কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড (সিজিআইএল) এবং ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (বিসিজিসিএল)-এ উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। দেশের বিভিন্ন অঞ্চল হবে তাঁদের কর্মস্থল। এ জন্য সোমবার থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
দু’টি সংস্থাতেই চিফ এক্জ়িকিউটিভ অফিসার পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। তাঁদের পোস্টিং দেওয়া হবে পশ্চিমবঙ্গ, সোনেপুর, পাণ্ডবেশ্বর, ওড়িশা, লখনপুর-সহ অন্য অঞ্চলে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৭ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রতি মাসে ২ লক্ষ ৭৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনকারীদের কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। প্রয়োজন ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতাও। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে অন্য শর্তাবলির কথা উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১১ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে কলকাতায় কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দফতরে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।