NFL Recruitment 2025

ন্যাশনাল ফার্টিলাইজ়ার্স লিমিটেড-এ কর্মী প্রয়োজন, পোস্টিং দেশের যে কোনও অঞ্চলে

সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:১৪
Share:

ন্যাশনাল ফার্টিলাইজ়ার্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজ়ার্স লিমিটেড (এনএফএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে সংস্থার ইউনিট বা কার্যালয়ে কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে চিফ ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে। শূন্যপদ চারটি। সংস্থার মার্কেটিং বিভাগে কাজের দায়িত্বে থাকতে হবে নিযুক্তদের। চিফ ম্যানেজার পদে অনূর্ধ্ব ৫২ বছর বয়সিরা এবং সিনিয়র ম্যানেজার পদে অনূর্ধ্ব ৪৭ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্তদের বেতনকাঠামো হবে যথাক্রমে মাসে ৮০,০০০ থেকে ২,২০,০০০ টাকা এবং ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা।

আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

Advertisement

চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। এর পর সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement