HCL Recruitment 2025

কর্মী প্রয়োজন হিন্দুস্তান কপার লিমিটেড-এ, কোন বিভাগের জন্য আবেদন করা যাবে?

ই-৮ গ্রেডের এই পদে তাঁর বেতন কাঠামো হবে মাসে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৬
Share:

হিন্দুস্তান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থার একটি বিভাগে চাকরির সুযোগ রয়েছে। এ জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে জেনারেল ম্যানেজার পদে। শূন্যপদ একটি। নিযুক্তকে সংস্থার মেটিরিয়ালস অ্যান্ড কন্ট্যাক্টস বিভাগে কাজের দায়িত্বে থাকতে হবে। ই-৮ গ্রেডের এই পদে তাঁর বেতন কাঠামো হবে মাসে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৫৬ বছর। সংরক্ষতদের জন্য ছাড় থাকবে। আবেদকারীদের আর্টস/ সায়েন্স/ কমার্স/ ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন মেটিরিয়ালস ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ লজিস্টিক্স ম্যানেজমেন্ট/ লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা। যাঁদের মেটিরিয়ালস ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ লজিস্টিক্স ম্যানেজমেন্ট/ লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট-এ স্পেশ্যালাইজ়েশন -সহ এমবিএ রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ২০ বছরের পেশাগত অভিজ্ঞতাও জরুরি।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement