নিজস্ব চিত্র।
সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ ও ১৪ সেপ্টেম্বর ২০২৫ এসএলএসটি পরীক্ষা নিয়েছে এসএসসি। এ বার তারা জানাল, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ৩ এপ্রিল দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে শীর্ষ আদালত। ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী হয় সরকার। সেপ্টেম্বর মাসের ৭ ও ১৪ তারিখ নেওয়া হয় পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে।
পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি, নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেল। পরীক্ষা শেষের পর জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড এবং তার চ্যালেঞ্জ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহেভিনর মধ্যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সঠিক উত্তর কোনটি, আপলোড করা হবে। প্রায় ৫০০ বেশি চাকরিপ্রার্থী উত্তর চ্যালেঞ্জ করেছেন বলে এসএসসি সূত্রের খবর।
প্রসঙ্গত, পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫,৬৫,০০০ জন। নবম-দশমের ক্ষেত্রে ৩১,০০০ এর কিছু বেশি ভিন্রাজ্যের বাসিন্দা। একাদশ-দ্বাদশে ভিন্রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৫১৭। নবম-দশমের ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন।
পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। শতাংশের নিরিখে ৯১.৬২। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩১২০ জন বিশেষ ভাবে সক্ষম। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছে ৯৩%। সংখ্যায় ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭।