UGC Approved Institutes for ODL Courses 2025

অনলাইন ও দূরশিক্ষা কোর্স! রাজ্যের কোন কোন প্রতিষ্ঠান বৈধ, তালিকা প্রকাশ করল ইউজিসি

অনলাইন বা দূরশিক্ষা মাধ্যমের এই কোর্সগুলিতে পড়ুয়াদের ভর্তির জন্য সমস্ত নথি ১৫ অক্টোবরের মধ্যেই জমা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৮:০০
Share:

ইউজিসি। ছবি: সংগৃহীত।

চলতি বছরে কোন কোন স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুক্ত এবং দূরশিক্ষা বা ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং (ওডিএল) মাধ্যমে নানা বিষয়ে কোর্স করানো হবে, তার একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে এই তালিকা। রাজ্যের বেশ কিছু প্রতিষ্ঠানের নামও রয়েছে এই তালিকায়।

Advertisement

চলতি শিক্ষাবর্ষের জুলাই-অগস্ট পর্বে ওডিএল মাধ্যমে দেশের প্রায় ১০১টি বিশ্ববিদ্যালয় এবং ২০টি ক্যাটাগরি-১ তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে একাধিক কোর্স করাতে পারবে। অনলাইন বা দূরশিক্ষা মাধ্যমের এই কোর্সগুলিতে পড়ুয়াদের ভর্তির জন্য সমস্ত নথি ১৫ অক্টোবরের মধ্যেই জমা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

একই সঙ্গে ইউজিসি জানিয়েছে, কোনও প্রতিষ্ঠান যদি কমিশনকে কোনও ভুল তথ্য বা নথি জমা দিয়ে থাকে, তার দায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেই নিতে হবে। এর ফলে পরবর্তীকালে পড়ুয়াদের কেরিয়ারে কোনও প্রভাব পড়লে তার জন্য দায়ী থাকবে সেই শিক্ষা প্রতিষ্ঠানই। মুক্ত ও দূরশিক্ষা মাধ্যমের কোর্সগুলির ক্ষেত্রে কমিশন নির্ধারিত লার্নার সাপোর্ট সেন্টার, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, ভর্তির মাধ্যম, কোর্সের মেয়াদ এবং ক্রেডিট পয়েন্ট-এর বিষয়গুলিও মেনে চলতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে।

Advertisement

প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন রাজ্যের নানা শিক্ষা প্রতিষ্ঠানের কোন কোন কোর্সকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তা সবিস্তার জানানো হয়েছে। তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে রয়েছে মোট পাঁচটি বিশ্ববিদ্যালয়। সেগুলি হল—

১) নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের ৩৫টি কোর্স।

২) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ১১টি কোর্স।

৩) কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ৮টি কোর্স।

৪) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের ৮টি কোর্স।

৫) বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের ৮টি কোর্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement