NHB Recruitment 2025

ন্যাশনাল হাউজ়ি ব্যাঙ্কে কর্মী প্রয়োজন, কোন কোন পদে মাসে লক্ষাধিক টাকা আয়ের সুযোগ?

সমস্ত পদের জন্য প্রাথমিক বাছাই পর্বের পর ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৬
Share:

প্রতীকী চিত্র।

ন্যাশনাল হাউজ়ি ব্যাঙ্ক (এনএইচবি)-এ উচ্চপদে চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি সংস্থার তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ‘রেগুলার’ বা চুক্তির ভিত্তিতে বা ‘ডেপুটেশন’-এর মাধ্যমে একাধিক পদে কাজের সুযোগ মিলবে নিযুক্তদের। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কের তরফে নিয়োগ হবে জেনারেল ম্যানেজার (ক্রেডিট মনিটরিং), জেনারেল ম্যানেজার (এইচআর), ডেপুটি ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস), ডেপুটি ম্যানেজার (অডিট), ডেপুটি ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট), ডেপুটি জেনারেল ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি) এবং চিফ ইকোনমিস্ট পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে সাতটি। এর মধ্যে একমাত্র চিফ ইকোনমিস্ট পদে ‘ডেপুটেশন’-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

সমস্ত পদেই নিযুক্তদের সর্বাধিক কাজের মেয়াদ স্থির করা হয়েছে তিন বছর। এর মধ্যে চুক্তিভিত্তিক পদগুলিতে প্রথমে দু’বছর কাজের সুযোগ মিলবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ব্যাঙ্কের নানা কার্যালয়ে কাজের সুযোগ মিলবে নিযুক্তদের।

Advertisement

জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১,৫৬,৫০০ থেকে ১,৭৩,৮৬০ টাকা এবং ডেপুটি ম্যানেজার পদে নিযুক্তদের বেতনক্রম মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। তবে জেনারেল ম্যানেজার (এইচআর) পদে নিযুক্তকে মাসে ৪ লক্ষ টাকা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার কোম্পানি সেক্রেটারি পদে নিযুক্তকে মাসে সাড়ে ৩ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।

সমস্ত পদের জন্য প্রাথমিক বাছাই পর্বের পর ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ টাকা এবং ৮৫০ টাকা। আগামী ২১ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি দেখার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement