সিএসআইআর-সিএমইআরআই। ছবি: সংগৃহীত।
দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ (সিএমইআরআই) উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সম্প্রতি এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, আগামী বছরের জন্য পিএইচডি প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এ জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
সিএমইআরআই-এ পিএইচডি-র জন্য ভর্তি প্রক্রিয়ার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় সংস্থা অ্যাকাডেমি অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ (এসিএসআইআর)। আগামী বছর জানুয়ারি পর্বের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সংশ্লিষ্ট প্রোগ্রামে।
আগ্রহীরা কেমিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস-এর মতো বিজ্ঞানের নানা বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। তবে পিএইচডি-তে শূন্য আসনের সংখ্যা কত, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
আবেদনকারীদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ অথবা চার বছরের স্নাতকে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
ইচ্ছুক ব্যক্তিরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ২১ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্যও জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।