IDSK Admission 2025

সামাজিক উন্নয়ন নিয়ে গবেষণার ইচ্ছে! পিএইচডি-র সুযোগ আইডিএসকে থেকে

আগামী বছরের জন্য আইডিএসকে-র তরফে সামাজিক নানা সমস্যা নিয়ে গবেষণার সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৯
Share:

আইডিএসকে। ছবি: সংগৃহীত।

সমাজ উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে গবেষণার কাজের ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন বিধাননগরের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ় (আইডিএসকে), কলকাতায়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, একাধিক ক্ষেত্রে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

আগামী বছরের জন্য আইডিএসকে-র তরফে সামাজিক নানা সমস্যা নিয়ে গবেষণার সুযোগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে— উন্নয়ন অর্থনীতি, শ্রম অর্থনীতি, ভারতীয় অর্থনীতির নানা সমস্যা, দারিদ্র্য, অসাম্য, বার্ধক্যের সমস্যা সংক্রান্ত বিষয়, জনসংখ্যা অধ্যয়ন, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, অকুপেশনাল হেলথ, পারিবারিক জনবিন্যাস, প্রজনন হার হ্রাস, সাংস্কৃতিক জনবিন্যাস-এর মতো নানা বিষয়। ২০২৬ সালের জন্য পিএইচডি-তে মোট শূন্য আসনসংখ্যা ১২।

পিএইচডি-র জন্য আবেদনকারীদের ইউজিসি স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নানা বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

Advertisement

পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে যাঁরা ইউজিসি নেট/ সেট/ গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা যাঁদের এমফিল বা উচ্চতর শিক্ষার ডিগ্রি রয়েছে, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীদের এ জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৫০০ এবং ১০০০ টাকা। আগামী ১৫ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর প্রবেশিকা পরীক্ষা হবে ৩০ অক্টোবর। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ৪ এবং ৫ ডিসেম্বর। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২০২৬ সালের ৫ জানুয়ারি। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement