প্রতীকী চিত্র।
কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)-এ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ–বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, একাধিক শূন্যপদে নিয়োগ হবে। এ জন্য প্রার্থীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর অফ প্র্যাকটিস, ফিন্যান্স অফিসার এবং সিনিয়র প্লেসমেন্ট অফিসার পদে। মোট কত শূন্যপদে নিয়োগ হবে, তা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়নি। নিযুক্তদের কাজের চুক্তির মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর। তবে প্রথমে তাঁদের এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। এর পর কাজের ভিত্তিতে তাঁদের মেয়াদ বাড়ানো হবে।
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর অফ প্র্যাকটিস পদে নিযুক্তদের ফিন্যান্স, অ্যাকাউন্টিং, বিজ়নেস অ্যানালিটিক্স, প্রোডাকশন অ্যান্ড অপারেশন্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন, হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার-এর মতো নানা বিষয় পড়াতে হবে। ফিন্যান্স অফিসার পদে নিযুক্তদের প্রতিষ্ঠানের আর্থিক বিষয় এবং সিনিয়র প্লেসমেন্ট অফিসারদের প্রতিষ্ঠানের পড়ুয়াদের ট্রেনিং এবং প্লেসমেন্টের দায়িত্বে থাকতে হবে।
ফিন্যান্স অফিসার এবং সিনিয়র প্লেসমেন্ট অফিসার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১,৩১,৪০০ টাকা। এ ছাড়া মিলবে অতিরিক্ত ভাতাও। অন্য দিকে, শিক্ষকতার পদে নিযুক্তদের কেন্দ্রীয় সংস্থা এআইসিটিই নির্ধারিত নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে।
শিক্ষকতার পদগুলিতে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি থাকতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তরে থাকতে হবে পিএইচডি। থাকতে হবে পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা এবং ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। এ ছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে। আগামী ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।