সিএসআইআর-আইআইসিবি। ছবি: সংগৃহীত।
একাধিক গবেষণা প্রকল্পের কাজ হবে যাদবপুরের সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-তে। সেই প্রকল্পগুলিতে কাজের জন্য বিভিন্ন পদে গবেষক প্রয়োজন। মঙ্গলবার প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১, প্রজেক্ট অ্যাসোসিয়েট-১, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-২, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ এবং সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৫। শর্তসাপেক্ষে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এবং নিযুক্তদের কাজের নিরিখে তাঁদের মেয়াদ বাড়ানো হতে পারে।
পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ অথবা ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬৭,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অতিরিক্ত সুযোগসুবিধা।
প্রতি প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বা ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা থেকে সর্বাধিক ৬৭,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
আবেদনকারীদের জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানে আগামী ২০ এবং ২১ নভেম্বর নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।